এসএম শামীম : নেত্রকোনার কলমাকান্দা-নাজিরপুর জিসি সড়কের চান্দুয়াইল ব্রিজের নিমার্ণ কাজে বিশাল অনিয়ম হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। অনুসন্ধানি ৩ পর্বের ধারাবাহিক প্রতিবেদনের আজ ১ম পর্ব-
চলতি বছরের ১৮ এপ্রিল ব্রিজের নির্মাণ কাজ উদ্বোধন করেন নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য মানু মজুমদার।
প্রোগ্রাম ফর সার্পোটিং রুরাল ব্রিজেস প্রকল্পের আওতায় বাংলাদেশ সরকার ও বিশ্ব ব্যাংকের আর্থিক সহায়তায় কাজটি বাস্তবায়ন করছে এলজিইডি কলমাকান্দা অফিস। ১২ কোটি ২২ লাখ ৪৬ হাজার টাকা ব্যয়ে ব্রিজটি নির্মাণ করছে ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স কহিনুর এন্টারপ্রাইজ এ্যান্ড হাজী এন্টার প্রাইজ (জেবি), বরিশাল।
ব্রিজটি উদ্বোধনের পরই শুরু হয় পাইলিংয়ের কাজ, যা এখন চলমান। তবে, কাজের শুরুতেই অনিয়ম করছে ঠিকাদারী প্রতিষ্ঠানটি।
অভিযোগ রয়েছে, কাজের ইস্টিমিট না মেনে নিজেদেরে ইচ্ছেমত রড, বালু, পাথর ও সিমেন্ট ব্যবহার করছে তারা।
নিয়ম অনুযায়ি পাইলিংয়ের ঢালাইয়ে সিমেন্ট, বালু ও পাথরের রেসিও- এক, দেড়, ও তিন হওয়ার কথা থাকলেও বাস্তবচিত্র একেবারেই ভিন্ন। ভিডিওটি লক্ষ্য করলেই তাদের অনিয়মের বিষয়টি স্পষ্ট হয়।
এ বিষয়ে কলমাকান্দা উপজেলা সহকারি প্রকৌশলী মো. ইমরান হোসেন জানান, নিয়ম মেনেই কাজ হচ্ছে। ঢালাইয়ের কাজে ব্যবহৃত বালু ও পাথরের পাত্রটি ছোট হলে অনেক সময় পরিমাপের সংখ্যা বেশি হয়ে থাকে।
শুধু ঢালাই নয়, অনিয়ম হচ্ছে পাইলিংয়ের কাজেও। বিস্তারিত থাকছে পরবর্তী প্রতিবেদনে।
Leave a Reply