1. s.m.s.journalist.bd@gmail.com : Desh24 :
  2. desh24.2023@gmail.com : Desh 24 :
বিজ্ঞপ্তি :
*** দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ সবার আগে পেতে নিয়মিত ভিজিট করুন- desh24.live ***

৩৩ ঘণ্টা পর ধ্বংস্তুপ থেকে জীবিত শিশু উদ্ধার

  • দেশ২৪ ডেস্ক, প্রকাশিত : বুধবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১২৩ বার পড়া হয়েছে

তুরস্ক-সিরিয়ার সীমান্ত অঞ্চলে বিধ্বংসী ভূমিকম্পে মৃতের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এ পর্যন্ত ৮ হাজারের অধিক মানুষ নিহত হওয়ার খবর জানা গেছে। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে আরও অনেকে। তাদের এখন আর জীবিত ফেরার আশা ছেড়ে দিয়েছেন স্বজনরা।

কিন্তু আশ্চর্যজনকভাবে তুরস্কে দুর্ঘটনার ৩৩ ঘণ্টা পর ধ্বংস্তুপের নিচ থেকে চার বছরের এক শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে।

গুল ইনাল নামের ওই চার বছরের শিশুটি ভূমিকম্পের সময় একটি তৃতীয় তলা ভবন ধসে প্রথম ফ্লোরে চাপা পড়েছিল। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) ওই শিশুটিকে উদ্ধার করা হয় দেশটির সংবাদ সংস্থা- আনাদুলো এজেন্সি খবর দিয়েছে।

সোমবার (৬ ফেব্রুয়ারি) ভোরের দিকে ভয়াবহ ভূমিকম্পের ফলে তুরস্কের দক্ষিণাঞ্চল ও উত্তর সিরিয়ার বেশ কয়েকটি শহর তছনছ হয়ে যায়। ২ হাজারের বেশি ভবন ধসে চাপা পড়ে বহু মানুষ। ঠান্ডা আবহাওয়ার মধ্যে মঙ্গলবার রাতভর উদ্ধার অভিযান চলতে থাকে। উদ্ধারকারীরা বেঁচে থাকা ব্যক্তিদের সন্ধানে মরিয়া হয়ে উঠেছে। কেননা সময় যত গড়াচ্ছে, তাদের বেঁচে থাকার সম্ভাবনাও ফুরিয়ে যাচ্ছে। নিহতের সংখ্যা আরও বাড়ার শঙ্কা করছে সংশ্লিষ্টরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট