1. s.m.s.journalist.bd@gmail.com : desh24 :
  2. live@www.desh24.live : news online : news online
  3. info@www.desh24.live : দেশ ২৪ :
মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ০১:৫৪ পূর্বাহ্ন

সংবাদমাধ্যমের স্বাধীনতা চরম আক্রমণের মুখে: নোয়াব

  • প্রকাশিত: সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪

সংবাদমাধ্যমের স্বাধীনতা চরম আক্রমণের মুখে উল্লেখ করে চলমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)।

সোমবার (২৫ নভেম্বর) পরিষদ সভাপতি এ কে আজাদের সই করা বিজ্ঞপ্তিতে এই উদ্বেগ প্রকাশ করা হয়।

এতে বলা হয়, নোয়াব উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে, দেশের সংবাদমাধ্যমগুলোর স্বাধীনতার ওপর নানাভাবে আক্রমণ অব্যাহত রয়েছে। এরই মধ্যে প্রথম আলো, ডেইলি স্টার কার্যালয়ের সামনে অবস্থান, হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে।

গত ‍দুই দিন ধরে রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলোর প্রধান কার্যালয়ের সামনের সড়কে অবস্থান নিয়ে বিশৃঙ্খলার চেষ্টা করেছেন কিছু ব্যক্তি। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের ছত্রভঙ্গ করে দেন। সর্বশেষ সোমবারও এ ধরণের কর্মসূচি অব্যাহত ছিল।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নোয়াব মনে করে, কোনো পত্রিকার পরিবেশিত কোনো সংবাদ বা সম্পাদকীয় নীতিমালা নিয়ে কারো কোনো আপত্তি থাকলে তিনি লেখালেখির মাধ্যমে নিজের বুদ্ধিবৃত্তিক অবস্থান ও বক্তব্য তুলে ধরতে পারেন। কিন্তু এভাবে বিশৃঙ্খলার চেষ্টা সাংবাদমাধ্যমে সাংবাদিকতার চর্চা ও পরিবেশকে ব্যাহত করছে। এ ধরনের ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছে নোয়াব। একই সঙ্গে সরকারের প্রতি আহবান, গণমাধ্যমসহ সব ধরণের প্রতিষ্ঠানে মব জাস্টিস কঠোরহস্তে দমন করুন। নোয়াব সংশ্লিষ্ট সব পক্ষের প্রতি সংবাদমাধ্যমের স্বাধীনতার পরিপন্থী কার্যক্রম থেকে বিরত থাকারও অনুরোধ জানাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews