1. s.m.s.journalist.bd@gmail.com : desh24 :
  2. live@www.desh24.live : news online : news online
  3. info@www.desh24.live : দেশ ২৪ :
মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ০১:৫৪ পূর্বাহ্ন

প্রথম সেশন দারুণ কাটলেও চাপে বাংলাদেশ

  • প্রকাশিত: সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪

অ্যান্টিগা টেস্টের তৃতীয় দিন শেষে কিছুটা হলেও স্বস্তি নিয়ে মাঠ ছেড়েছিল বাংলাদেশ দল। ফলো-অন তো রক্ষা হলো। প্রথম ইনিংসে বাংলাদেশের রান ছিল ৯ উইকেটে ২৬৯। আজ সোমবার এখান থেকেই ব্যাট করার কথা ছিল। কিন্তু অবাক করে দিয়ে বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ইনিংস ঘোষণা করে দেন।

১৮১ রান পিছিয়ে থাকতেই প্রথম ইনিংস ঘোষণা! চমকে যাওয়ার মতোই ব্যাপার। চতুর্থ দিনের শুরুতে জানা গেল- বাংলাদেশ ব্যাটিং করতে নামছে না। এরপর ওয়েস্ট ইন্ডিজ নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে লাঞ্চ বিরতির সময় ৩ উইকেট হারিয়ে তুলেছে ৬১ রান। এরইমধ্যে স্বাগতিকদের লিড ২৪২।

দ্রুত তাসকিন ও শরিফুল তিনটি উইকেট তুলে নিলেও চাপে কিন্তু বাংলাদেশই। কারণ তিনশ ছাড়ানো লিডের পথে আছে ওয়েস্ট ইন্ডিজ। ১৮১ রানে পিছিয়ে থেকে ইনিংস ঘোষণার সাহসী সিদ্ধান্ত নেওয়ার পর বল হাতেও প্রথম দুই ঘণ্টা বেশ ভাল কাটল বাংলাদেশের।

তবে শেষ ৩০ মিনিটে এসে অ্যালিক আথানেজ (১৬*) ও কাভেম হজ (১০*) ২২ রানের জুটি গড়ে অপরাজিত রয়েছেন। চতুর্থ দিনের প্রথম সেশনটা ওয়েস্ট ইন্ডিজ শেষ করেছে ৩ উইকেটে ৬১ রান তুলে। দলটি এগিয়ে ২৪২ রানে।

এর আগের দিন জাকের আলির দারুণ ফিফটিতে তাদের ফলো-অন এড়াতে সাহায্য করেছে। বাংলাদেশের ব্যাটসম্যানরা মন্থর পিচে স্থিরভাবে খেলার চেষ্টা করলেও কেউই বড় ইনিংস খেলতে পারেননি। জাকের আলি (৫৩) ও মুমিনুল হক (৫০) হাফ-সেঞ্চুরি করলেও দ্রুত আউট হয়ে যান। লিটন দাসও ৪০ রানে থেমে যান। সপ্তম উইকেটে জাকের ও তাইজুল ইসলাম ৬৮ রানের পার্টনারশিপ গড়ে ফলো-অন এড়ানোর জন্য দলকে ২৫১ রানের সীমা পার করতে সাহায্য করে।

মেহেদি হাসান মিরাজ ওয়েস্ট ইন্ডিজের বাউন্সারের চাপে পড়ে যান, আলজারি জোসেফের একটি বাউন্সারে ক্যাচ দেন শর্ট লেগে থাকা মিকাইল লুইসের হাতে। লিটনও চাপ সামলাতে না পেরে ৪০ রানে বোল্ড হন। জাকের চারটি বাউন্ডারি হাঁকিয়ে হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন। তবে জোসেফ তাইজুলকে ও জাকেরকে ক্যাচে পরিণত করে এই জুটি ভাঙেন।

সোমবার ইনিংস ঘোষণার পর তাসকিন তুলে নিয়েছেন ২ উইকেট। অন্যটি শরিফুলের। দ্রুত উইন্ডিজকে অলআউট করতে পারলে হয়তো জমে উঠতে পারে অ্যান্টিগা টেস্ট।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews