1. s.m.s.journalist.bd@gmail.com : desh24 :
  2. live@www.desh24.live : news online : news online
  3. info@www.desh24.live : দেশ ২৪ :
বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ১০:৪৬ পূর্বাহ্ন

বৈষম্যের অভিযোগ ভাইস চেয়ারম্যানদের

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪

জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হওয়া উপজেলা ভাইস-চেয়ারম্যানদের অপসারণ করে তাদের সঙ্গে বৈষম্য করা হয়েছে বলে অভিযোগ করেছেন দেশের উপজেলা ভাইস চেয়ারম্যানরা। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন বাংলাদেশ উপজেলা ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান ফোরাম।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তুলে ধরেন দিনাজপুরের চিনির বন্দর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান লাইলা বানু।

তিনি জানান, উপজেলা ভাইস চেয়ারম্যানদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করা হয়েছে। চলতি বছরের মে মাসে পাঁচ ধাপে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। উক্ত নির্বাচনে আমরা সকলে স্বতন্ত্র প্রার্থী হিসেবে উপজেলা ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছি জনগণের প্রত্যক্ষ ভোটে অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে।

এরপর গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের গণঅভ্যূত্থানের মাধ্যমে বিগত সরকারের পতন হওয়ার পর বর্তমান অন্তবর্তীকালীন সরকার শপথ গ্রহণ করে দেশ সংস্কারের কাজ করছে। আমরা স্থানীয় সরকারের নির্বাচিত জনপ্রতিনিধি, কিন্তু দুঃখজনক বিষয় হলো গত ১৯ আগস্ট স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে আমাদের স্বীয় পদ থেকে অপসারণ করা হয়েছে। তবে এখানে আমরা বৈষম্যের শিকার হয়েছি। কারণ, স্থানীয় সরকার বলতে বাংলাদেশ জেলা পরিষদ, উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ, পৌরসভা এবং সিটি কর্পোরেশনকে বুঝায়। কিন্তু বর্তমান সরকার উক্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে ইউনিয়ন পরিষদে কোন হস্তক্ষেপ করেননি।

অন্যদিকে বাকি প্রতিষ্ঠানগুলোতে হস্তক্ষেপ করলেও সেখানে শুধুমাত্র চেয়ারম্যান ও মেয়রদের অপসারণ করা হয়েছে বাকি সদস্য ও কমিশনারদের স্বপদে বহাল রাখা হয়েছে।

তিনি আরও জানান, শুধুমাত্র উপজেলা পরিষদের ক্ষেত্রে এর ভিন্নতা দেখা গিয়েছে অর্থাৎ চেয়ারম্যানদের সাথে ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানদেরও অপসারণ করা হয়েছে যেটা বৈষম্যের শিকার। যেখানে বর্তমান ছাত্র আন্দোলনের মূল উদ্দেশ্যে ছিল বৈষম্যেরদূরীকরণ। সেখানে প্রথমেই আমরা ভাইস চেয়ারম্যানরা বৈষম্যের শিকার।

তাই আমরা বর্তমান সরকারের প্রধান উপদেষ্টাসহ সংশ্লিষ্ট সকলের নিকট আমাদের এই বৈষম্যের পরিত্রাণ কামনা করছি। কারণ বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা শান্তিতে নোবেল পুরস্কার অর্জন করে গোটা বিশ্বের দরবারে বাংলাদেশের মান উন্নত করার একজন উজ্জ্বল দৃষ্টান্ত। তাই আমরা ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানরা আমাদের বৈষম্যদূরীকরণে তার একান্ত হস্তক্ষেপ কামনা করছি। এছাড়া তাদরে স্বপদে পুনর্বহালের জন্য সরকারের সহায়তা কামনা করেন।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, কুমিল্লা বুড়িচং উপজেলার ভাইস চেয়ারম্যান মো. জসিম উদ্দিন, সাটুরিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা মল্লিক, সিলেট জৈন্তাপুর উপজেলা ভাইস চেয়ারম্যান এস এম সাদ্দাম, নড়াইল সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মাহবুবুল আলম প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews