1. s.m.s.journalist.bd@gmail.com : desh24 :
  2. live@www.desh24.live : news online : news online
  3. info@www.desh24.live : দেশ ২৪ :
বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ১১:১৮ পূর্বাহ্ন

পদ ফিরে পেতে ভাইস চেয়ারম্যানদের অবস্থান কর্মসূচি

  • প্রকাশিত: রবিবার, ২৫ আগস্ট, ২০২৪

এসএম শামীম: সদ্য অপসারিত পদ ফিরে পাওয়ার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন দেশের সকল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পুরুষ এবং মহিলাগণ।

রবিবার (২৫ আগস্ট) রাজধানীর মিন্টু রোডস্থ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বাসভবন যমুনার সামনে কর্মসূচি পালন করছেন তারা।

সময় এক দফা দাবিতে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন সদ্য প্রসারিত এই জনপ্রতিনিধিরা।

তারা বলেন, আমাদের সাথে অন্যায় করা হয়েছে, অবিচার করা হয়েছে। আমরা নির্দলীয় এবং নিরপেক্ষ, জনগণ বিপুল পরিমাণ ভোট দিয়ে আমাদের নির্বাচিত করেছেন। আমরা আমাদের পদ ফেরত চাই।

এ বিষয়ে নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. রুনা আক্তার বলেন, সম্প্রতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক দফা দাবির মুখে গত ৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। ফলে, সফল হয় ছাত্র-জনতার আন্দোলন।

তিনি বলেন, যদিও এই সফলতায় ঝড়েছে বহু প্রাণ। আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন অনেকে। আমরা এই আন্দোলনে বীর শহীদদের আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি আহতদের সুস্থতা কামনা করি।

রুনা আক্তার বলেন, আমরা সবাই অবগত- সরকার পতনের পর পরই দেশের আইন-শৃঙ্খলার চরম অবনতি দেখা দেয়। প্রথমদিকে সেনাবাহিনী দায়িত্ব নিলেও দ্রুত সময়ে ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়।
এরপর থেকেই দেশের বিভিন্ন দপ্তরে ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যায়। যার মধ্যে একটি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।

তিনি বলেন, গত ১২ আগস্ট স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে প্রত্যেক উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যানের উপস্থিতির তথ্য জানতে চাওয়া হয়। এরই প্রেক্ষিতে ১২-১৩ আগস্ট উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের উপস্থিতির তালিকাও পাঠানো হয়।

এরপর ১৪ আগস্ট স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে অপর আদেশে জানানো হয়- যে সমস্ত উপজেলায় চেয়ারম্যান বা প্যানেল চেয়ারম্যানগণ অনুপস্থিত সেখানে- স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ দায়িত্ব পালন করবেন।

এদিকে গত ১৯ আগস্ট নিয়ম বহির্ভূতভাবে আইন পরিবর্তন করে স্থানীয় সরকারের বিভিন্ন শাখার জনপ্রতিনিধিদের অপসারণপর ক্ষমতা নেয় সরকার। যা গেজেট আকারে প্রকাশ করা হয়।

এর পরই প্রথমে উপজেলা চেয়ারম্যান এবং পরবর্তীতে ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যানদের অপসারণ করা হয়। যা দেশের ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায়। আমরা এর ঘোর বিরোধিতা এবং তীব্র নিন্দা জানাচ্ছি।

ভাইস চেয়ারম্যান রুনা বলেন, শেখ হাসিনা সরকার পতনের পর দেশের অদ্ভুত পরিস্থিতির মধ্যেও মহিলা ভাইস চেয়ারম্যানগণ নিয়মিত অফিস করেছে। তার কারণ- মহিলা ভাইস চেয়ারম্যানগণ নির্দলীয়, নিরপেক্ষ। তাদের কোন দলীয় পোস্ট-পজিশন নাই, জনগণ তাদের বিপুল পরিমাণ ভোট দিয়ে নির্বাচিত করেছে। তারপরেও কেন তাদের অপসারণ করা হলো?

আর তাই- অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুস সহ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা জনাব হাসান আরিফের সুদৃষ্টি কামনা এবং ন্যায়বিচার দাবি করছি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews