1. s.m.s.journalist.bd@gmail.com : desh24 :
  2. live@www.desh24.live : news online : news online
  3. info@www.desh24.live : দেশ ২৪ :
বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৩১ পূর্বাহ্ন

কলমাকান্দায় সেনাবাহিনীর টহল, কাজে ফিরেছে পুলিশ

  • প্রকাশিত: শুক্রবার, ৯ আগস্ট, ২০২৪
ফাইল ছবি

এসএম শামীম: দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে সারা দেশের ন্যায় নেত্রকোনার কলমাকান্দাতেও টহল দিচ্ছে সেনাবাহিনী।

শুক্রবার (৯ আগস্ট) বিকেল চারটায় সেনা সদস্যদের একটি গাড়ি কলমাকান্দা সদরে টহলে নামে। এসময় পুলিশের একটি গড়িও তাদেরকে সঙ্গ দিতে দেখা গেছে।

সম্প্রতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হাসিনা সরকার পদত্যাগের পর দেশব্যাপী বিভিন্ন থানায় হামলা ও অগ্নিসংযোগে বহু পুলিশ আহত-নিহত ছাড়াও নিরাপত্তাহীনতায় কর্মবিরতি পালন করে আইনশৃঙ্খলা রক্ষাকারী এই বাহিনীটি। ফলে, গত কয়েকদিন সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হতে দেখা যায়।

এ বিষয়ে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুল হক জানান, হাসিনা সরকার পদত্যাগের পর পুলিশের উপর যে বর্বর নির্যাতন শুরু হয়েছিল তা খুবই দুঃখজনক। ফলে, নিজেদের নিরাপত্তা এবং বেশ কিছু দাবি নিয়ে কর্মবিরতি পালন করে দেশের পুলিশ বাহিনী।

তিনি বলেন, এই কঠিন পরিস্থিতির মধ্যেও আমরা আমাদের টিমসহ থানায় অবস্থান করছিলাম। তবে, কলমাকান্দার মানুষ অত্যন্ত ভালো- তারা আমাদের উপর কোন অন্যায়-অত্যাচার করেনি।

তিনি আরো বলেন, বৃহস্পতিবার (৮ আগস্ট) অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর আমাদের দাবি-দাওয়ার বিষয়ে আশ্বস্ত করেছেন এবং তা পর্যায়ক্রমে বাস্তবায়ন হবে বলে আমরা বিশ্বাস করি।

ওসি বলেন, মানুষের জান-মালের নিরাপত্তার পাশাপাশি এলাকায় শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনতে আমরা আবারও কাজ শুরু করেছি। আশা করি, এলাকার সর্বস্তরের মানুষ আমাদের পাশে থেকে সার্বিকভাবে সহযোগিতা করবেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews