এসএম শামীম: রাজধানী ঢাকাসহ সারাদেশের ন্যায় নেত্রকোনার কলমাকান্দাতেও রাস্তা পরিষ্কার ও ট্রাফিক নিয়ন্ত্রণের কাজ করছে সাধারণ শিক্ষার্থীরা।
গতকাল বুধবার থেকে কলমাকান্দা সদরের বিভিন্ন পয়েন্টে এ কার্যক্রম পরিচালনা করছে তারা।
সম্প্রতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হাসিনা সরকার পদত্যাগের পর দেশব্যাপী যে ভাংচুর ও অগ্নিসংযোগ হয়েছে তা পরিষ্কারের দায়িত্বও নিয়েছে ছাত্ররা।
এরই অংশ হিসেবে নেত্রকোনার কলমাকান্দাতেও পরিষ্কার অভিযান ও ট্রাফিক নিয়ন্ত্রণের কাজে নেমে যায় শিক্ষার্থীগণ।
গতকাল বুধবার দুপুর থেকে কলমাকান্দা সদরের বিভিন্ন জায়গা পরিষ্কার করতে দেখা গেছে তাদেরকে। এছাড়া আজ বৃহস্পতিবার কলমাকান্দা সদরের বিভিন্ন পয়েন্টে ট্রাফিকের দায়িত্ব পালন করছে তারা।
এছাড়া কলমাকান্দা উপজেলা পরিষদের সরকারি স্থাপনা রক্ষার জন্য একদল শিক্ষার্থী প্রহরায় রয়েছে বলে সরেজমিনে দেখা গেছে।