এসএম শামীম: নেত্রকোনার কলমাকান্দায় খুঁটির সঙ্গে প্রাইভেটকারের ধাক্কায় পাঁচজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতরা সকলেই ওই গাড়ির আরোহী ছিলেন।
বৃহস্পতিবার (৮ আগস্ট) রাত ৯ টার দিকে উপজেলার গুতুরা বাজারে এ দুর্ঘটনা ঘটে।
আহতদের মধ্যে দুজনকে কলমাকান্দা হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে এবং গুরুতর আহত তিনজনকে ময়মনসিংহ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে, তাৎক্ষণিক তাদের নাম-পরিচয় জানা না গেলেও তাদের বাড়ি উপজেলার কৈলাটি ইউনিয়নে বলে একটি সূত্র নিশ্চিত করেছে।
স্থানীয়রা জানায়, প্রাইভেটকারে আরোহী সকলেই মাধপ্য অবস্থায় ছিলেন। গাড়িটি কলমাকান্দা থেকে যাওয়ার পথে গুতুরা বাজারে একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লাগলে এই দুর্ঘটনা ঘটে।